তবে কি বার্সা আবার ফিরবে পুরনো রুপে?

এই তো গত মৌসুমে বার্সেলোনার নাজেহাল অবস্থা। শুরুতে পয়েন্ট টেবিলের দশের মধ্যেও ছিলো না। ছোট ছোট দলের বিরুদ্ধে হার খেলায় ছিলোনা কোনো ছন্দ। চ্যাম্পিয়ন লিগ থেকে বাজে ভাবে বিদায়।
লীগে ছোট ছোট দলের বিরুদ্ধে পয়েন্ট হারিয়ে পরের মৌসুমে চ্যাম্পিয়ন লীগ খেলায় অনিশ্চিত হয়ে পড়েছিলো। সেই দলটাতেই শেষ পথে এসে জাবি দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের অসম্ভব পরিবর্তন ঘটে।

আসতে আসতে জয়ের দাড়ায় ফিরে খাদের কিনারা থেকে টেনে আনেন তিনি। ঠিক আগের মৌসুম টাও দলের বাজে অবস্থার করুন পরিণতি দেখেছিলো চ্যাম্পিয়নস লীগে। তারপরে লীগে মোটামুটি ভালোই খেলেছিলো কিন্তু গত মৌসুমে মেসি বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর থেকেই বার্সার ভয়াবহ অবস্থা দেখা দেয়। জিততে ভুলে যাওয়া দলটা জাবির হাত ধরে শেষ পর্যন্ত ভালো খেললেও চ্যাম্পিয়নস লীগ জেতা বা লীগ টাইটেল জেতার মতো কোনো দল ছিলো না।

FB_IMG_1659029191436.jpg
IMG

তবে এই মৌসুমে বার্সেলোনা যেন একের পর এক চমক দেখিয়েই যাচ্ছে ট্রান্সফার মার্কেটে। পুরাতন সব ভালো খেলোয়াড় ধরে রেখে নতুন নতুন খেলোয়াড় এনে চমক দেখাবেন সেটা কেউ কল্পনাও করেন নি। রাফিনহা, রবার্ট লেয়নডোস্কির মতো দামি দামি খেলোয়াড়দের কেউ সাইন করিয়েছে তারা।

তার সাথে আরো কয়েকজন ভালো খেলোয়াড় কেউ সাইন করিয়েছে বার্সা। কারন আর্থিক সমস্যায় ভুগতে থাকা দলটা দেউলিয়া হওয়ার পথে ছিলো।
নিজেদের দলের খেলোয়াড় দের বেতন দিতেই পারছিলো না ঠিকটাক। দলের খেলোয়াড়রা নিজেদের বেতন কমিয়েছেন বার বার।

তারপরেও সেই দলটাই এই মৌসুমে একের পর এক চমক দেখাবেন সেটা যেন ছিলো কল্পনারও বাহিরে। এই মৌসুমে বার্সা চ্যাম্পিয়নস দল গড়েছে। লীগ টাইটেল জয়ের পাশাপাশি, চ্যাম্পিয়নস লীগ জয়ের আশাতেই বার্সা ঢেলে সাজিয়েছে নিজেদের।

এই মৌসুমে যেন নিজেদের করে নিতে পারে সেই সব পরিকল্পনা করেই যেন বার্সা এই মৌসুম শুরু করতে চায়। আর তারই উদাহরণ হলো এই মৌসুমে রিয়াল মাদ্রিদের সাথে ফ্রেন্ডলি ম্যাচের কথায় বলেন। বর্তমান ইউরো এবং লীগ চ্যাম্পিয়ন তাদেরকে হারিয়েছেন।শুরুতেই যেন জানান দিয়ে রেখেছেন এই মৌসুমটা শুধু তাদের নিজেদের করে নিতে চায় তারা। জাবির হাত ধরে বার্সার সেই পুরনো শক্তির ইতিহাসের প্রমান দিতে চায় সেই সময়ের জন্যই অপেক্ষা করছে হয়তো বার্সা। আমিও আশা করি এই মৌসুমে চ্যাম্পিয়ন লীগ এব লীগ টাইটেল জয়ের মাধ্যমে বার্সার সুদিন ফিরে আসবে।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
3 Comments
Ecency