ইঁদুর

Photo From:Pixabayl3ztyv.jpg

ইঁদুর একটি অতিব ক্ষুদ্র প্রাণী। আমােদর বসবাসের অতি কাছেই ওদের বাস বলে আমরা এদেরকে প্রতিবেশী বলতে পারি। ঐ রকম প্রতিবেশী যারা আমাদের সংসারের উন্নতি কে দুচোখে দেখতে পারেনা। সুযোগ বুঝে আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে মূল্যবান বইপত্র কেটে মাঝেমধ্যে তিব্র প্রতিবাদ ও দেখায়। আবার খাবার নষ্ট করে বুঝিয়ে দে খাবারে ওরও ভাগ আছে! মাঝেমধ্যে লেপতোশক কেটে আন্দোলনকে বেগবান করতেও পদের ঝুড়ি মেলা বার! এইসব দিক বিবেচনা করলে ইঁদুরকে আমরা সংসারের অদৃশ্য বিরোধীদলের তকমাটা দিতে পারি অনায়াসে।

ইঁদুর আবার আমাদের সংসারের দুর্বলতাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দে খাদ্যের খোসা রেখে, বইপত্রের ছোট ছোট টুকরা দেখিয়ে। তারপরও আমরা যদি সচেতন না হয় ওনারা লেপতোশক কেটে ভালে মতো বাসা বানিয়ে বাচ্চা ফুটিয়ে দলের সংখ্যা বাড়িয়ে নিতে ভুল করেনা।

আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে ও মানুষ রূপে কিছু ইঁদুর আছে যারা পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উন্নতি কে শুধু তরান্বিতই করেনা উন্নয়ন ফেলে দে হুমকির ভিতর এবং করে প্রশ্ন বিদ্ধ।

আমরা সমাজে যে সকল লোককে দূর্নীতিবাজ বলে জানি তাদের স্বভাবের সাথে কিন্তু দারুণ মিল আছে ইঁদুরের। দূর্নীতি যেমন পরিবারকে, সমাজের উন্নয়নকে বাধাগ্রস্ত করে তেমনি ইঁদুর ও বছরে কয়েক হাজার কোটি টাকার খাদ্যসামগ্রি নষ্ট করে, নষ্ট করে মূল্যবান জিনিসপত্রও।

ইঁদুর এবং মানুষের সাথে শুধু চরিত্রগত মিলই নেই জিনগত মিলও আছে। তাই তো কোন টীকা আবিষ্কার হওয়ার পর প্রথম ট্রায়াল করা হয় ইঁদুরের উপর।

মানুষ রূপী ইঁদুর গুলো খুবই ভয়ানক হয়, ওরা আমাদের সাথে মিশে আমাদের লোকচক্ষু অন্তরালে ক্ষতি জরে বেড়ায়। এই ক্ষতির পরিমাণ ও নেহাত কম নয়। মানসিক, শারীরিক ক্ষতির হিসাব মিলালে কয়েক কোটি হবে।

একটি পরিবার নষ্ট হওয়ার জন্য একটি মানুষ রূপী ইঁদুরই যথেষ্ট। আবার সে ইঁদুরকে আমরা মেরে ফেলতেও পারবেনা কারণ মানুষ তো! আরে মানুষের চেহারা নিয়ে থাকলেই তাকে মানুষ বলা যায়!!?

ওরা সব সময় চিন্তা করে কি করে আমাদেরকে সমাজের চোখে খারাপ বানানো যায়, কী করে নিজের নাক কেটে আমাদের যাত্রা ভঙ্গ করা যায়। এই মানুষ রূপী ইঁদুররা কখনো চিন্তা করেনা এতে করে তাদের নিজেদেরও বদনাম হচ্ছে কিন্তু ওরা কুচ পরওয়া করেনা তাতে। এদের চিন্তা গুলো পচে যায় বলে ওরা ভালো কিছু চিন্তা করতে পারে না।

এখন প্রশ্ন হলে তাহলে মানুষ রূপী ইঁদুর থেকে কীভাবে বাঁচা যাবে? এন্ট্রিডট দিতে হবে, এই এন্ট্রিডট হলো দুই তিন ধাপ অগ্রিম পরিকল্পনা সাজিয়ে রাখা, যাতে করে ক্ষতির পরিমাণ হ্রাস করা যায়।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
5 Comments
Ecency