প্রসঙ্গঃ বন্ধুত্বের পরিচয়।

হ্যালো বন্ধুরা

আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করবো বন্ধুত্বের বন্ধন। আশা করি সবার ভালো লাগবে।

group-hands-holding-together-on-260nw-198906827.jpg
Source

  • বন্ধুত্ব কী?

বন্ধুত্ব হল একে অপরের সাথে হাত মিলিয়ে পথচলা।

আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কিছু ছিল না। না কোনো বন্ধু বা অন্য কিছু। যখন ধীরে ধীরে বড় হতে লাগলাম, তখন সব বুঝলাম। জীবনে বড় হওয়ার ধাপে ধাপে পাই অসংখ্য বন্ধু। বন্ধু সবার জীবনে থাকা দরকার, তা না হলে জীবন জীবন মনে হবে না। জীবনে কোন কিছু করতে হলে পাশে দরকার বন্ধুর বন্ধুত্ব। কেননা, বন্ধুরা পাশে থাকলে সবকিছুই করা যায়,সবকিছুতে চলা যায় ইত্যাদি। বন্ধু মানেই শেয়ারিং, তাদের সাথে একসাথে চলা, একসাথে এখানে খাওয়া, একে অপরের প্রতি সহনশীলতা দেখানো। কোন বন্ধু বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়ানো, তার বিপদ এর প্রতি মোকাবিলা করা ইত্যাদি। জীবনের সবকিছু তাদের কাছে শেয়ার করা। আমি এটাতে একমত যে,মা-বাবাদের পরেই বন্ধুত্বের স্থান।

উদাহরণ হিসেবেঃ আমার দিক থেকে আমি কিছু তুলে ধরবো !

একটা সময় এসেছিল আমি অনেক বিপদে পড়েছিলাম। আমার বন্ধুরা সবাই মিলে আমাকে সে বিপদ থেকে উদ্ধার করে। আমার বিপদটা ছিল, আমি একজনকে খুব ভালোবেসেছিলাম। কিন্তু তাকে আমি পাইনি। তাকে না পাওয়ার বেদনায় আমি একটা খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্তটা আমার বন্ধুরা জানতে পেরে তারা আমাকে অনেক কিছু বুঝায়। এসব কিছু না করতে। বন্ধুরা যদি সময় মতো আমাকে না বুঝাইতে, তাহলে অনেক কিছু হয়ে যেত।

IMG20201109172825.jpg


received_851244939081976.jpeg


received_1628297490699172.jpeg


received_304534964421630.jpeg


IMG20210519213551.jpg


IMG20210303201230.jpg


আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার পোস্টটি পড়ে। কোনো রকম ভুল-ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন।

ধন্যবাদ জানই সকল সদস্যদের।

শুভেচ্ছান্তে-
@hayat221



H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Ecency