মুভি রিভিউ " স্বপ্নডানায় "



Hello!!

My dear Friend's

This is @hayat221 from🇧🇩 bangladesh

Assalamu-alaikum



হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আমি আজকে যে মুভি রিভিউ করতে যাচ্ছি, মুভিটি গোলাম রাব্বানী বিপ্লব রচিত একটি বাংলা টেলিফিল্ম। বাংলা মুভি টেলিফিল্মটির নাম হচ্ছে "স্বপ্নডানায়"। মুভিটি তৈরি করা হয়েছে, আগের গ্রামীণ পরিবেশে।

মুভিটির মূল কাহিনী হচ্ছে, ৪টি বিদেশি টাকার নোট নিয়ে। তাহলে রিভিউতে যাওয়া যাক।


স্বপ্নডানায়

IMG_20210616_122017.jpg

IMG_20210616_094654.jpg

মুভি থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

IMG_20210616_122038.jpg

IMG_20210616_122057.jpg

মুভি থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


আমি একটা কথা আগে জানিয়ে দেই।

IMG_20210616_094952.jpg

মুভি থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।

একজনের নাম হচ্ছে মেম্বার আর আরেকজনের হচ্ছে বজলু। এরা হচ্ছে দুই প্রকৃত বন্ধু।

মুভিটি শুরু হয় একটি গরুর হাট দিয়ে। এখানে দেখা যাচ্ছে অনেক সমাগম।

IMG_20210616_094738.jpg

মুভি থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


তারপর দেখা যায় হাটের পাশে, দুইজন লোক গোলাকার করে অনেকগুলো লোককে জড়ো করেছে। এখানে তারা চুলকানি, পাচরা, দাউদ মলম বিক্রি করতেছে।

IMG_20210616_094756.jpg

মুভি থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


তারপর তারা মলম বিক্রি শেষ করে একটি কাপড় দোকানে যায়। মলম বিক্রি করার সময় যে ছেলেটিকে দেখা যায়, তার জন্য। ছোট ছেলেটি হচ্ছে বজলুর ছেলে বা মলম বিক্রেতার। তারা প্যান্ট কিনে সরাসরি বাড়িতে চলে আসে।

IMG_20210616_095122.jpg

মুভি থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


ছেলেটি প্যান্ট কিনে বাড়িতে এনে সবাইকে দেখায়। সবাই দেখে ভালো ভালো বলল। তারপর ছেলেটি প্যান্ট পরে সবাইকে দেখালো। তারপর তার মা প্যান্ট খুলতে বলল। প্যান্ট টি দেওয়ার জন্য। যখন সেই প্যান্ট ধুতে যায়, তখন তার মা পকেট থেকে ৪টি টাকার নোট পায়। তারা নোটগুলো সযত্নে রেখে দেয়।

IMG_20210616_094840.jpg

মুভি থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


তারপর সে তার বন্ধুকে এ বিষয়ে জানানোর জন্য, সে তার বন্ধুকে বাড়ি থেকে বাইরে নিয়ে আসে বলে দেয়। তখন তার বন্ধু নোটগুলোকে দেখার জন্য তার বাড়িতে চলে যায়। নোট গুলো কে দেখার পরে সে বলে মনে হয় এগুলো ঢাকা।

IMG_20210616_094937.jpg

IMG_20210616_095009.jpg

মুভি থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


তখন তার বন্ধু তাকে বলে নোটগুলোকে পরীক্ষা করার জন্য। তারপর তারা নোটগুলোকে ভাঙ্গানোর জন্য একটি ব্যাংক এ যায়। সে ব্যাংক এ তারা ভাঙাতে পারে না। তারা ফেরত চলে যায়।

IMG_20210616_095048.jpg

মুভি থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


তারপরে সে স্বপ্ন দেখে বড়লোক হওয়ার জন্য। সে বড়লোক হয়ে অনেক ধন-সম্পদের মালিক হতে চায়। তারপর থেকে সে আর মলম বিক্রি করে না। টাকা ভাঙ্গানোর জন্যই দুই বন্ধু উঠেপড়ে লাগে।

IMG_20210616_094908.jpg

মুভি থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


টাকা ভাঙ্গানোর জন্য মেম্বারের বাড়ি যাতায়াত হাওয়ায়, সে মেম্বারের বোনের প্রতি আকৃষ্ট হয়ে যায়। পাহাড় যে ঘরে তিনটে বাচ্চা আর বউ আছে সে ভুলে যায়। মেম্বারের বোনকে নিয়ে সে সিনেমা দেখতে যায়। এক পর্যায়ে সে তার বউয়ের সাথে খারাপ আচরণ করে।

IMG_20210616_113438.jpg

মুভি থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


তারপর তারা টাকার নোট গুলো নিয়ে মেম্বারের দুলাভাইয়ের বাড়িতে যায়। কারণ তার দুলাভাই ছিল ঢাকায়। সে ঢাকায় চাকরি করে। তার দুলাভাইকে টাকার নোট গুলো দেখায়। তার দুলাভাই ও কিছু বলতে পারেনা যে টাকাগুলো কোন দেশের। টাকাগুলো ভাঙ্গানোর খোঁজ নিয়ে তার দুলাভাই তাদেরকে বলতে চায়। তার দুলাভাই ঢাকায় গিয়ে খোঁজ নিয়ে তাদেরকে বলে দেয় একটি ব্যাংকের কথা।

IMG_20210616_113412.jpg

মুভি থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


তার দুলাভাই এর কথা অনুযায়ী, তারা ওই নতুন ব্যাংকে চলে যায়। ব্যাংকে গিয়ে টাকা গুলো ব্যাংক কর্মকর্তাদের দেখায়। ব্যাংক কর্মকর্তারা দেখে বলে যে টাকার নোট গুলো অচল। এই কথা শুনে তাদের মন ভেঙ্গে যায়। তারপর তারা ওখান থেকে বাড়িতে চলে যায়।

IMG_20210616_113455.jpg

মুভি থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


তারপর বাসায় ফিরে এসে তার বউয়ের কাছ থেকে টাকা নোটগুলো চায়। তারপরে তার বউয়ের কাছ থেকে টাকা গুলো বের করে চায়। তখন তার বউ তাকে হাত পেতে থাকতে কয়, তখন তার বাল ছেঁড়া নোট গুলো তার হাতে ফেলে দেয়। তখন সে তার বউকে বলে টাকাগুলো সেরা কেন, তার বউ হলে চাইনা আমি বড়লোক হতে। তখন তার স্বামীর বলে ওঠে টাকাগুলো চলবে না। এখনকার বাজারে এগুলো আসল টাকা।

IMG_20210616_113530.jpg

মুভি থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


তারপরে তারা বাপের ছেলে, আগের মত মলম বিক্রি করতে বাজার চলে যায়। এখান থেকে মুভিটি শেষ হয়ে যায়।

IMG_20210616_113557.jpg

মুভি থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।


আশা করি সবার ভালো লাগবে। আমি মুভিটি সুন্দরভাবে রিভিউ করতে সক্ষম হয়েছি। মুভিটির প্রথম পর্যায় থেকে শেষ পর্ব পর্যন্ত স্ক্রিনশট নিয়ে পর্যালোচনা করেছি। মুভিটির যে কাহিনী গুলো ছিল সব তুলে ধরেছি। আশা করি সবার ভালো লাগবে।

মুভিটি নিয়ে আমি কিছু বলতে চাই:

মুভিটি ছিল গ্রামীন পরিবেশের। মুভিটি থেকে যা বোঝা যায়, সে ছিল একজন মলম বিক্রেতা। হঠাৎ সে বিদেশি টাকা পাওয়া, সে ভুলে যায় তার পিছনের কথা। সে মনে মনে ভাবতে শুরু করে অনেক বড়লোক হবে। কিন্তু সে শেষ পর্যন্ত তা হতে পারে না। মুভিটি বাস্তবতার সাথে কিছু মিলে যায়। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যে মুভিটির সাথে মিলে যায়। কেউ হঠাৎ ছোট থেকে বড় হতে ধরলে, সে ভুলে যায় তার আগের কথা। ভুলে যায় ঘর সংসারের কথা। এমনও লোক এখনও আমাদের সমাজে ঘুরে বেড়ায়। তাই আমাদের মুভিটি দেখে শিখ্যনীয় ব্যাপার হলো, আমাদের সমাজের লোকেরা যেন এরকম প্রকৃতির চিন্তা ধারণায় না আসে।

সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই আজকের মুভি রিভিউ। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি।

Best regards- @hayat221


H2
H3
H4
3 columns
2 columns
1 column
3 Comments
Ecency