গেম রিভিউ // একটি গেম সম্পর্কে আলোচনাঃ



𝑯𝒆𝒍𝒍𝒐

𝒎𝒚 𝒅𝒆𝒂𝒓 𝒇𝒓𝒊𝒆𝒏𝒅𝒔

𝕋𝕙𝕚𝕤 𝕚𝕤 @𝕙𝕒𝕪𝕒𝕥221 𝕗𝕣𝕠𝕞 𝕚𝕟 🅑︎🅐︎🅝︎🅖︎🅛︎🅐︎🅓︎🅔︎🅢︎🅗︎



আসসালামুআলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।



আজ সোমবার, আজকে আমি এমন একটি গেম রিভিউ শেয়ার করতে যাচ্ছি। গেমটি হল : "The midnight man", অর্থাৎ মাঝরাতের গেম। এই গেমটি খুব ভয়ঙ্কর। গেমটি একা খেলতে হয়।


গেমটি খেলতে যা লাগবে :

১. একটি মোমবাতি, ২. একটি কাগজ, ৩. একটি কলম, ৪. একটি জ্বালানি লাইট, ৫. কিছু নুন বা লবণ, ৬. আটকে রাখার মত কিছু আটা, ৭. আপনার শরীরের যে কোন অংশের কিছু রক্ত, ৮. একটা বাড়ি, বাড়িতে অবশ্যই কাঠের দরজা থাকতে হবে।


𝐓𝐡𝐞 𝐦𝐢𝐝𝐧𝐢𝐠𝐡𝐭 𝐦𝐚𝐧

image.jpg
Source



গেমটি রিভিউ



midnight-game-horned-demon-images.jpg
Source

এই গেমটি খেলতে আপনাকে,রাতে একা ২:৩০ টা থেক ৩:৩০ মধ্যে একটি বাড়িতে থাকতে হবে। যাতে একটি কাঠের দরজা থাকবে ,তো প্রথমেই বলে রাখি এই গেমটা খেলার জন্য দরকার অফুরন্ত সাহস আর নিজের জীবনকে বলি দিয়ে দেওয়ার মতো ক্ষমতা। এমন কিছু ঘটতেই পারে যাতে আপনি হয়তো আর পরের দিনের সূর্য দেখার অবস্থায় থাকবেন না।

unnamed.jpg
Source

গেমটি আমরা খেলতে গেলে কি করে শুরু করব, প্রথমে আপনার লাগবে ভাঙ্গাবাড়ী, যাতে একটি কাঠের দরজা আছে। তারপর লাগবে বেশ কিছু নুন, একটি মোমবাতি,একটি সাদা কাগজ, একটি কলম, আপনার কিছু রক্ত এবং একটি আটাওয়ালা বা কিছু এমন যা দিয়ে কাগজটা দরজায় আটকানো যাবে। প্রথমে আপনাকে বলে রাখা ভাল এই গেমটা খেলতে গেলে ঘরের মাঝখানে যেখানেই থাকবেন না কেন, তার চারিদিকে একটি নুনের বর্ডার দিয়ে দিন। এটা বর্ডার দেওয়ার কারণ,যাতে কোনো আপনাকে অ্যাটাক না করতে পারে কারণ তারা নুনের বর্ডার ক্রস করতে পারেনা বলেই আমরা জানি।

Midnight-Man.jpg
Source

তারপরে যেটা করতে হবে রাতের বেলা ২:৩০ টার সময় একটি সাদা কাগজে আপনার নামটা বড় করে লিখতে হবে। নামটা লেখা শেষ হয়ে গেলে একটি সুচ বা সেফটিপিন দিয়ে আপনার শরীরের যে কোন অংশ ফুটো করে কিছু ফোটা রক্ত সেই কাগজে ফেলুন। তারপর সেটা নিয়ে গিয়ে দরজায় আটকানো আর সেই সময় যেন ঘরে, কোন ছবি না থাকে আর আপনার হাতে থাকে একটি প্রদীপ বা মোমবাতি আর পকেটে থাকবে দিয়া-শালাই,কাঠের দরজার মধ্যে, কাগজ আটকে দিয়ে দরজাটা বন্ধ করে দিন।

hqdefault.jpg
Source

1_aAo-l1Y80UgZKGWn5r4o4A.jpeg
Source

তারপর হাতে মোমবাতি নিয়ে বাড়ির দরজায় ২২ টা টোকা মারুন এবং টোকা মারার পরে ২২ তম টোকা মারার পরে ২৩ তম ঢোকাটি কিন্তু আপনি মারবেন না। সেটা মারবে অশরীরী আত্মা। আপনার খেলাটা হয়ে গেলে আপনি সাথে সাথে নুন বর্ডার এর মধ্যে সেই মোমবাতি টা জ্বালিয়ে রাখুন। তখন দেখা যাবে অতৃপ্ত আত্মা আপনার ঘরে প্রবেশ করবে। তারপর চারিদিকে ঘুরে বেড়াবে আপনি সেটা অনুভব করতে পারবেন। ঘরের টেম্পারেচার প্রত্যেক মিনিটে আপডাউন, আপনার শরীর দিয়ে ঘাম ঝরবে, মোবাইলে দেখবেন মাঝেমধ্যেই নেটওয়ার্ক চলে যাচ্ছে,মাথা ঘুরছে ,অনেক রকম নেগেটিভ চিন্তা আছে। তার মানে আপনার ঘরে অতৃপ্ত আত্মা ঢুকে পড়েছে। তবে বলে রাখা ভাল এক অতৃপ্ত আত্মা কতক্ষণ অব্দি থাকবে যতক্ষণ পর্যন্ত না সকাল হয়। সূর্য উঠলে আপনি আবার সেভ জনে আছেন এটা মনে রাখবেন। এই গেমটার কিছু খারাপ দিক আছে যেমন অনেক অতৃপ্ত আত্মা ঢুকে পড়তে পারে।যে আর হয়তো ভাল না হয়ে‌, তখন আপনার ক্ষতি পর্যন্ত করে ফেলতে পারে। কাজেই এই অন্যরকম মিডনাইট গেমটি না খেলাই ভাল। এতে আপনার জীবন সংশয় করতে পারে।এই জন্য এই গেম খেলা যাবে না। এই গেমের অনেক দূরে থাকতে হবে আমাদের।

midnightgame0lhshp.jpg
Source

images (29).jpeg
Source



আশা করি সবার ভালো লাগবে, আমার গেম রিভিউটা। আজকে আমি যে গেমটি রিভিউ করলাম এটা একটা ভয়ঙ্কর খেলা। এই খেলা খেলতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। খেলা শেষ করতে পারলে ভালো না করতে পারলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। জীবন বলি ও হতে পারে এই গেম খেলায়। তাই এই গেম থেকে আমরা বিরত থাকব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।


Thanks all friend's

Best regards
@hayat221

Cc-
@Bdvoter
@bdcommunity
@ocd
@neoxian



H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Ecency