আমার দিন পঞ্জিকা---!

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করতে চলেছি, আমার সারাদিনের পঞ্জিকা। আশাকরি আমার সারাদিনের পঞ্জিকা আপনাদের সবার ভালো লাগবে।


আমার দিন পঞ্জিকা


সকাল বেলা

আজ আমি সকাল ৯ টার সময় ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠার পর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষ করি। সকালের নাস্তা শেষ করে আমি বই নিয়ে বসে পড়ি। আমার পরীক্ষা চলতেছে। বই পড়তে পড়তে মাঝখানে একটু সময় নেই গোসল করার।
আমার চলতি মাসে পরীক্ষা চলতেছে। পরীক্ষাগুলো অনেক ভালো দিতেছি। আর শুধু বাকি দুইটা পরীক্ষা। দুইটা পরীক্ষা দিতে পারলে নতুন সেমিস্টারে উঠে যাব।

IMG20210827173049.jpg


দুপুর বেলা

দুপুরের খাওয়া শেষ করে, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার পড়তে বসেছিলাম। পড়ার মাঝখানে একটা ৪০ মিনিটের সময় নিয়ে একটা নাটক দেখেছিলাম। কেননা পড়তে পড়তে অনেক বিরক্তবোধ মনে করছিলাম। তাই নাটকটা দেখি মনকে সতেজ করার জন্য।

IMG_20210827_174052.jpg

IMG_20210827_174111.jpg

নাটক থেকে স্ক্রিনশট নেওয়া


বিকাল বেলা

বিকাল বেলা আমি ছাদে উঠে আমার ফোন দিয়ে, ছাদে থাকা গাছপালার ফটোগ্রাফি করতেছিলাম। আমি একটু গাছপালার প্রতি ভালোবাসায় একটু আসক্ত। কেননা গাছপালা আমাদের পরিবেশকে সুন্দর করে। গাছপালার কারণেই আমাদের পরিবেশের সৌন্দর্য ফুটে ওঠে। যে পরিবেশে গাছপালা নেই,তার সৌন্দর্য নেই। গাছপালার মধ্যেই লুকিয়ে আছে অবিরাম সৌন্দর্য। গাছপালা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আসেন গাছ লাগান পরিবেশ বাঁচান।

IMG20210820180411.jpg

IMG20210820180328.jpg

IMG20210820180559.jpg

IMG20210820182419.jpg


এই হচ্ছে আজকে আমার সারাদিনের পঞ্জিকা। আমার সারাদিনের পঞ্জিকা আপনাদের ভাল লেগেছে। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।

শুভেচ্ছান্তে-
@hayat221

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Ecency