This content was deleted by the author. You can see it from Blockchain History logs.

বাসায় তৈরি গরুর মাংসের ভুনা রেসিপি

বাসায় তৈরি গরুর মাংসের ভুনা রেসিপি

IMG-20210810-WA0034.jpg

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো মজাদার গরুর মাংসের রেসিপি। আমি প্রতিটি ধাপে ধাপে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশাকরি আপনাদের কাছে আমার এই গরুর মাংসের রেসিপি ভালো লাগবে।

গরুর মাংস কেটে পানি দিয়ে ভালো করে ধুয়ে একটি পাত্রে পানি ঝরিয়ে রাখতে হবে। আমি এখানে তিন কেজি মাংস নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মত মাংস নিতে পারেন।

IMG-20210810-WA0052.jpg

এক কাপ পরিমান পেঁয়াজ কুচি নিয়েছি।

IMG-20210810-WA0036.jpg

এখানে নিয়েছি ৩ টেবিল চামচ হলুদ গুঁড়ো ,মরিচের গুঁড়ো ২ টেবিল চামচ , ৩ টেবিল চামচ ধনিয়া গুঁড়া , ১০/১৫ টা কাঁচা মরিচ , লবন পরিমাণ মত , জিরা গুঁড়ো ৩ টেবিল চামচ ও সয়াসস ৩ টেবিল চামচ।

IMG-20210810-WA0047.jpg

এখানে নিয়েছি দারুচিনি ৫ টুকরো , এলাচ ৭/৮ টা , লবঙ্গ ৭/৮ টা।

IMG-20210810-WA0037.jpg

আদা বাটা নিবো ৪ টেবিল চামচ ও রসুন বাটা নিবো ৪ টেবিল চামচ।

IMG-20210810-WA0044.jpg

রান্নার জন্য পরিমাণ মত তেল এক কাপ।

IMG-20210810-WA0049.jpg

৪ টা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিলাম।

IMG-20210810-WA0042.jpg

তেজপাতা নিয়েছি ৫ টা।

IMG-20210810-WA0050.jpg

এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি গুলো দিয়ে এক মিনিটের মত নাড়তে হবে।

IMG-20210810-WA0006.jpg

এবার এতে দারচিনি , এলাচ ও লবঙ্গ দিয়ে মিনিট চারেক নাড়তে হবে বাদামি হওয়া পর্যন্ত।

IMG-20210810-WA0009.jpg

তারপর এতে একে একে আদা বাটা , রসুন বাটা , গুঁড়ো মসলা গুলো , তেজপাতা , সয়াসস , কাঁচা মরিচ সব উপকরণ দিয়ে ভালো ভাবে নেড়ে দিতে হবে এক মিনিটের মত।

IMG-20210810-WA0014.jpg

এরপর এতে গরুর মাংস দিয়ে দিতে হবে আর ভালো মত মসলা গুলোর সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে।

IMG-20210810-WA0012.jpg

এরপর ঢেকে রেখে কিছুক্ষন পর পর নেড়ে দিতে হবে।

IMG-20210810-WA0003.jpg

ভালো মত কষিয়ে নিয়ে পরিমাণমতো ঝোল দিয়ে ঢেকে দিতে হবে আর কয়েক মিনিট পর পর নেড়ে দিতে হবে।

IMG-20210810-WA0013.jpg

পরিমাণ মতো পানি শুকিয়ে গেলে ভালো মতো সিদ্ধ শেষে বাটিতে ঢেলে পরিবেশন করতে পারেন।

IMG-20210810-WA0004.jpg

আমার এই পোস্টের মাধ্যমে আপনি খুব সহজেই বাসায় মজাদার গরুর মাংস রেসিপি তৈরী করতে পারেন। আমার সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।