'ফুলের মুল্য'

ফুল কে না পছন্দ করে। ছোট বড় সবাই ফুলকে ভালবাসে। সৌন্দর্য প্রিয় মানুষের কাছে ফুলের কদর আদিকালের। বাঙালির জীবনে সর্বক্ষণ না হলেও, উৎসব অয়োজন কিংবা পুজা পার্বণে ফুল অপরিহার্য। ফুল চাই বিয়ের অনুষ্ঠানেও। ফুল সাফল্য, সন্মান কিংবা ভালবাসার প্রতিক তো বটেই, কাওকে ফুল উপহার দেওয়ার যে কালচার তা আমাদেরকে মুগ্ধতায় আপ্লুত করে। ফুলের শোভা ও ঘ্রান আমাদের মনকে করে আকুল।
img_20151216_131654.jpg

প্রেমের প্রকাশ থেকে শুরু করে শেষ যাত্রার শুভেচ্ছা, সবখানেই আছে ফুলের ব্যপক ভুমিকা। তাই ফুলের মুল্য অতি সহজেই নিরুপন করা সহজ কথা নয়। সাধারণ হিসেবে ফুলের মুল্য নিরুপন করা শুধু কষ্টকর ই নয় বরং অসম্ভব। প্রাচীনকাল থেকেই ফুলের ব্যবহার, অবস্থান এবং নিবেদনের উপলক্ষ্য কিংবা যার জন্য নিবেদন করা হচ্ছে তার ভিত্তিতে এর মুল্য নিরুপন হয়ে আসছে। কিন্ত নিছক এই মুল্য ভিত্তিক হিসেবের বাইরেও ফুল বা ফুলের উপযোগিতা সম্পর্কেই আজ বলব।
photo0483.jpg

পথের পাশে ফুটে থাকা নামহীন ফুলেরও যেমন মুল্য আছে, তেমনি কাননে ফোটা গোলাপের ও আছে। আমাদের বাংলা কালচারের সাথে ফুল অনেকটা বসনের মত জড়িয়ে আছে। বহুকাল থেকে বাংলার নারীদের অলংকার হয়ে শোভা পাচ্ছে ফুল। ষোড়শীর রুপ লাবন্যের গয়না হয়ে যে মুল্য ফুল অর্জন করেছে তার হিসাব আমাদের ধারনার বাইরে। জাতীয় ফুল শাপলার সৌন্দর্য সকলকেই মোহিত করে। বাংলার জল প্রান্তরে যখন হাল্কা বাতাসে অজস্র শাপলা আর পদ্ম দোল খায় তখনকার রুপ বাংগালী মাত্রই মনে করতে পারে। ফুলে ফলে ভরা বাংলার রুপ যে একবার দেখেছে, বাইরের পৃথিবী তাকে আর কি রুপ দেখাবে?
শুভেচ্ছা জানাতে ফুল, শোক জানাতে ফুল, প্রেম নিবাদন করতে ফুল, প্রনয় বন্ধনে ফুল, শ্রদ্ধা নিবেদনে ফুল, সুন্দরের তুলনায় ফুল, মালা গাথায় ফুল, বাগান বা অন্দর সৃজনে ফুল, আরো আছে, বলতে গেলে রাত কাবার হয়ে যাবে।
বাংলা গানে ফুলকে বেশ গুরুত্ব সহকারে ব্যবহার করা হয়েছে। তার কয়েকটি নমুনা নীচে দেওয়া হলঃ

১.
"পথের ধারে নাম হারা ফুল
ফোটে কত রাত্রি দিনে।
যে তারে চিনতে পারে
দাম দিয়েতারে কিনে...."

২.
‘ওগো নিদেশিনী
তোমার চেরীফুল দাও, আমার শিউলি নাও...’

৩.
‘আমি পাথরে ফুল ফোটাব শুধু ভালোবাসা দিয়ে...’

৪.
‘ফুল ফোটে, ফুল ঝরে
ভালোবাসা ঝরে পড়েনা......’

৫.
‘বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কেন বান্ধাইলি......’

৬.
‘তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল
নাকি তোমার মন......’
আরো অনেক আছে......


গল্প, উপন্যাস কিংবা কবিতায় ফুলের যে মুল্য দেওয়া হয়েছে তা বর্ণনা করা আমার সাধ্যাতীত। তবে ফুলকে যতই মহান হিসেবে তুলে ধরা হোকনা কেন, রাস্তার পাশে ফুল হাতে দাঁড়ানো পথশিশুর দিকে তাকালে ফুলের অন্য মুল্য আমরা দেখতে পাই।
নারী আর ফুল যেন একই সুতোয় গাঁথা। কোমলতা, সৌন্দর্য অথবা স্নিগ্ধতা সবটাই যেন দুইয়ের সাথে মিলে আছে। যুগে যুগে নারীকে ফুলের মতই গন্য করা হয়ে আসছে। তবে এর উল্টো পিঠও আছে। সেকথা অন্য কোন দিন নাহয় বলব। আজ এখানেই শেষ।

ধন্যবাদ!!!

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Ecency