The Weekly Turni- Issue 14

02/11/2020
১৭ই কার্তিক ১৪২৭

𝕿𝖍𝖊 𝖂𝖊𝖊𝖐𝖑𝖞 𝕿𝖚𝖗𝖓𝖎


ᏋᎴᎥᏖᎧᏒᎥᏗᏝ


This weekend as I write this note, all over the world we are concerned about the divided opinions. There are many opinions in this world. I agree with some and I don’t agree with others. Most people are that way. There used to be a time, when people of different opinions can work with each other even if they don’t agree. More and more this is becoming a difficult act to do. I think the World as a whole is a much better place and it is not really a problem, not yet anyways. However, if we do not nurture this ‘tolerance’ we will quickly loose our humanity. No matter your opinions, no one enjoy a civil war.

We saw something similar during our separation from steem, and there were a lot of animosity. I am not saying we agree with despicable to potential harmful actions. No, we are not going to do that, but we can work with people of different opinions as long as it is not harmful to a fellow human being, we can find a common ground.

Today John F Kennedy’s words are more relevant than ever:

“So, let us not be blind to our differences--but let us also direct attention to our common interests and to the means by which those differences can be resolved. And if we cannot end now our differences, at least we can help make the world safe for diversity. For, in the final analysis, our most basic common link is that we all inhabit this small planet. We all breathe the same air. We all cherish our children's future. And we are all mortal.” …. COMMENCEMENT ADDRESS AT AMERICAN UNIVERSITY, WASHINGTON, D.C., JUNE 10, 1963

This speech was given at the height of the cold war. We can all argue if the world today is a better place or worse, but the point is not to seek similarity of difference between the past and the present but to learn from our past and apply it towards our future.

I view Hive as a micro-cosmos of the global diverse population. There is enough representation from different countries, religions, opinions, goal, achievements in hive to call is a small sample of the world. Where I come from it is always said that you know your true friends during the time of crisis. With the onset of global pandemic and associated economic distress is nothing short of a crisis of superlative magnitude. It is during this time you need to hold close your friends and reach out to people whom you don’t like that much, and maybe have a conversation. See if you can reach a common ground somehow. No need to support abusive activity in the light of a crisis through. Because we should not harm others, and in that case, there is a right and wrong. As long as we stick to the facts and take one day at a time, we are going to be alright. I have faith in humanity, and I know Universe got our back!

-editor



𝒯𝒽𝒾𝓈 𝒲𝑒𝑒𝓀' 𝓈 𝐹𝑒𝒶𝓉𝓊𝓇𝑒 -- 𝓓𝓸𝓲 𝓕𝓾𝓬𝓱𝓴𝓪


Who doesn't love Fuchka??? Today I will talk about a special Fuchka, which is called "Doi Fuchka." It's very popular in our country. People love to enjoy this food as the price is reasonable & the taste is mind-boggling. You can have one plate of Doi Fuchka at 100Tk, which is around $1.18, isn't it cheap? The taste of Fuchka compared to Doi Fuchka, it's hard to decide as both have their own signature taste. I love to eat both of them. Whenever I have the opportunity to eat Fuchka/Doi Fuchka, I never miss having them.

So what are the special ingredients used in Doi Fuchka? The most important ingredient they used is sweet Yogurt. This makes this dish sweet & spicy. Then some Chanachur, which makes Doi Fuchka more hot & crispy. Finally, the pineapple pieces on the top & there you go, Doi Fuchka are ready to serve. After a long time, I met with some of my friends at the Bashundhara City complex in Dhaka. So, I didn't wait. I just grabbed all my friends and took them to the top floor of the Bashundhara city complex, where all the restaurants placed & ate Doi Fuchka. As the Covid-19 have a great impact on our day to day life, we are still fighting with it. It's almost impossible to out & has your favorite food in a restaurant or in other places.

Tomorrow is an important day, as we might know tomorrow who will be the next president of the United States. The entire world will keep a close eye on the Tv channel as they will be speculating themselves who will win the election. Everything will be revealed till perhaps at the earliest Wednesday or Thursday as Millions of mail-in ballots have to be counted, and many states do not open the mail-in ballots until the polls close on Tuesday. And if the lines are long, the states are required to keep the polling stations open until everyone waiting has a chance to vote. So, we can only hope for the best now.



ভিন্নকথনঃ জর্মন সিনেমা দাস বুটের স্মরণীয় মুহূর্ত


দ্বিতীয় বিশ্বযুদ্ধের সিনেমা প্রচুর। এর ভেতর কদাচিৎ কিছু জর্মন সিনেমাও পাওয়া যায়, যেখানে যুদ্ধসময়কার জর্মন দৃষ্টিভঙ্গির হদিস মেলে। তবে যুদ্ধ চলাকালীন সময়কার প্রোপাগান্ডা সিনেমাগুলো ধর্তব্যে নিচ্ছি না। সাধারণত জর্মন সিনেমাগুলোও নাৎসি নৈরাজ্যের সাক্ষী হিসেবেই আবির্ভূত হয়— কিন্তু দাস বুট জর্মন সিনেমা হলেও পলিটিকাল ফেভারিটিজম দেখা যাবে না। বরং এতে যুদ্ধক্ষেত্রের বাস্তবতাই উপস্থিত।

দাস বুটের যুদ্ধ অবশ্য আলাদা। পানির নিচে যুদ্ধ। জর্মন ইউ-বোট, যা আদতে সাবমেরিন, সমুদ্রের গহীনে মিত্রবাহিনীর যুদ্ধজাহাজের বিরুদ্ধে লড়ে যায়। টানটান উত্তেজনার তিন ঘন্টার সিনেমা, অথচ পুরোটাই কিন্তু সমুদ্রের নিচেই।
সিনেমার ইউ-বোটের চিফ এঞ্জিনিয়ার চরিত্রায়ন দারুন লেগেছে।

যে মুহূর্তটার প্রতি গুরুত্ব দিচ্ছি — সাবমেরিনের অবস্থা করুন। ব্যাটলশিপ থেকে ফেলা ডেপথ চার্জ থেকে বাঁচতে একদম সাগর তলে ডুব দিয়েছে। পানির পারিপার্শ্বিক চাপ সাবমেরিনকে একদম আষ্টে-পিষ্টে চেপে ধরে আছে। নাট বল্টু খুলে খুলে আসছে। নাবিকেরা ভয়ে কাঠ। কেউ কেউ কেবল ইচ্ছেশক্তি দিয়ে ফুটো বন্ধ করার চেষ্টা করছে। কাপ্তান হুঙ্কারের পর হুঙ্কার দিয়ে যাচ্ছে, যে কোন ভাবেই সাবমেরিন সামাল দেয়ার চেষ্টা। কিন্তু কারো না কারো সরেজমিন তদন্ত করে সাবমেরিনের ক্ষয়ক্ষতি সম্পর্কে রিপোর্ট করতে হবে, তবেই পরবর্তী স্টেপ সম্পর্কে বোঝা যাবে। আর ওখানেই চিফ ইঞ্জিনিয়ারের হাজির হন। ক্লাউস ভেনেমান দূর্দান্ত অভিনয় করেছেন এ চরিত্রে।

আমার দেখা অন্যতম সেরা টানটান উত্তেজনাময়, শ্বাসরোধ্যকর একশন সিকোয়েন্স। সাবমেরিনের চিপা যায়গায় এমন সিকোয়েন্স সুচারুভাবে দেখানোর জন্যে সিনেম্যাটোগ্রাফারও বাহবা পাবে।

যদিও অংশটুকুউ ইউটিউবে পেলাম না, এখান থেকে আবহটা বোঝা যেতে পারে —


কেউ কথা রাখেনি - সুনীল গঙ্গোপাধ্যায়


কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি
ছেলেবেলায় এক বোষ্টুমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে
তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেলো, কিন্তু সেই বোষ্টুমী 
আর এলোনা
পঁচিশ বছর প্রতিক্ষায় আছি।
মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে!
নাদের আলী, আমি আর কত বড় হবো?  আমার মাথা এ ঘরের ছাদ 
ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 
তিন প্রহরের বিল দেখাবে?
একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো
লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্করবাড়ির ছেলেরা
ভিখারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি
ভিতরে রাস-উৎসব
অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা
কত রকম আমোদে হেসেছে
আমার দিকে তারা ফিরেও চায়নি!
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন, আমরাও…
বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই
সেই রয়্যাল গুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস-উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবেনা!
বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালবাসবে
সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে!
ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি
দূরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্বসংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টা নীল পদ্ম
তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী।
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটল, কেউ কথা রাখে না!

recited by @deepu7


অব্যক্ত কথোপকথন


আগে একটা সময় ছিল যখন জীবন খুব ই সুন্দর ও পরিপাটি ছিল। এখন কেমন যেনো অগোছালো সব সুতোর মধ্যে আটকে আছি। যত বেশি খুলতে চেষ্টা করি ততোই যেন এর পাকে আটকে যাচ্ছি। সত্যি বলতে কি জীবন সংগ্রামের বাস্তবতার মুখোমুখি হচ্ছি আমরা।

একটা সময় ছিল যখন বিশাল বিশাল বন্ধুত্বের দল ছিল। ধীরে ধীরে সংখ্যাটা যেনো কমে যাচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে।দোষ দিব কাকে? সবাই জীবনের তাগিতে যার যার মতো ব্যস্ত। এইতো আমি স্কুল লাইফের এত এত বন্ধু গুলোর মাঝে মাএ হাতেগোনা কয়েকজনের সাথে যোগাযোগ আছে,বর্তমান নিয়ে ব্যস্ত হতে হতে তাদের হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছি সেই মন ভালো করে দেওয়ার মতো কথোপকথন গুলো।

একটা সময় ছিল যখন সবকিছু শেয়ার করা যেতো কোনো প্রকার সংকোচ ছাড়ায়। কথায় আছে " সুখ ও দুঃখ সর্বদা অন্যের সাথে ভাগাভাগি করে নিতে হয়।" সত্যিই তাই, সুখের সময় যেমন খুশি দিগুণ হয়ে যায় তেমনি দুঃখ টাও কেমন যেন অনেকটাই কমে যায়। এখন সেই লোকদেখানো চাকচিক্যের ভিড়ে নিজেদের ইমেজ ঠিক রাখতে গিয়ে আমূল পরিবর্তন সাধন করে ফেলছি নিজেদের ব্যাক্তিত্বের।

বর্তমান ঘূর্ণনশীল জীবনের চাকায় ধুলোবালি লেগেছে অনেক,তাইতো আগের মতো বন্ধুত্ব এখন আর বজায় থাকেনা। থাকেনা সেই বোঝাপড়া ও একে অন্যের প্রতি সেই আনুগত্য। তাইতো এখন সোশ্যাল মিডিয়ার জাতীয় ইমোজি ইহা(?) মনের মাঝে শত কষ্ট নিয়েও নাকি এইরকম হাসি দিতে হয়।চারপাশের মানুষদের বোকা বানাতে হয়, নয়তো তুমি হাসির পাএ। প্রায়শই দেখতে পায় অনাকাঙ্ক্ষিত আত্মহত্যার ঘটনা গুলো যেখানে জমা থাকে হাজারো অব্যাক্ত কথোপকথন, যেগুলো কারো সাথে ভাগাভাগি করলে হয়তো পরিণাম টা অন্যরকম হতো।প্রত্যেকের জীবনেই একটা মানুষ থাকা খুবই প্রয়োজন যার সাথে আমরা আমাদের অব্যক্ত কথোপকথন গুলো বলতে পারবো।


𝓔𝓷𝓭 𝓝𝓸𝓽𝓮𝓼


Instructions to Get Featured


This here is our piece de resistance. To promote engagement and a little self-branding, we have come up with an initiative that we simply called Featured. And we are very excited about this portion of the magazine.

Every week, one talented author will have the opportunity to contribute a piece for the magazine while showcasing one of their best posts. The willing writers will have a chance to add a few words about any topic they choose and be a 25% beneficiary of the magazine.

How to Get Featured

The first step is, you have to decide whether you want to get featured or not. Once you've made up your mind, you have to apply by submitting one of your articles from last week. We have a wiggle room for quality content if they are older than seven days. Choose the piece you deem to be your best work for the week, as this will play a significant role in you getting featured or not.

Application Window

There will be a two-day period to submit your application. It must be submitted by dropping a link to your post in the #Featured-Magazine channel on the BDCommunity Discord Server. One author will be chosen randomly from all the submissions. The featured author for the week will be announced during the weekly voice meeting. They will then have two days for writing a piece and submit.

The author who gets featured in the weekly magazine will be set as a 25% beneficiary, meaning 25% of the magazine's liquid payout will go to the featured author.

Do not forget to join our next weekly hangout at Friday 10 pm GMT +6

H2
H3
H4
3 columns
2 columns
1 column
17 Comments
Ecency