Reflection Hunters Contest ~ Round # 54 Started!



ENGLISH



Reflection Photography



Hello friends, I hope you are all well. Today I am presenting to you some reflection photography. Which I collected while traveling along the river. I have been to this river once before. The river water was very low then. Currently the water is more visible and the pictures are very clear. So I thought I'd present the pictures to you.

20220225_180225.jpg

The name of this river is Nagar River. The river Nagar flows through Dupchanchia Upazila of Bangladesh. The river has many curves and if you look at some maps you can see how many curves there are in this river. So the river flows across the equivalent of some very large places. But much more places have taken this river. That is why the naming of the river is not much, no river is very beautiful. This river is rich in fish.

20220225_180231.jpg

Our Bangladesh is a riverine country. We have many rivers in Bangladesh. Currently, towards the end of winter, the water is drying up due to drought. The rainy season will come down soon. Then water can be seen on all sides of the river. Frogs will call and snakes will be seen in large numbers and the fisherman will fish with pleasure. It will be very nice to see the little boys and girls of the village bathing in the river. I will definitely present the pictures of this river to you just in the rainy season. Which are not found in any environment other than the rural environment. Rural I like to travel. So I want to travel in a rural environment.

20220225_180234.jpg

In the afternoon I was walking along the bank of this river. I came to visit my aunt's house today. My aunt's house in Dupchanchia, Bogra. I will stay there for two days and I will definitely show you some scenes of rural environment. He will stay with me till then.

20220225_180236.jpg

Here you can see a garden in the picture. This garden on the other side of the river has eucalyptus trees. If there is a river or a pond around the eucalyptus tree then the water in that pond tends to decrease. This is because the tree pulls a lot of water from the soil and spreads it in the air. For this reason, if there are these trees in the vicinity of a pond, the possibility of fish farming in the pond is very low.

20220225_180237.jpg

And here you see a hole. The place of the river is not so much, as can be seen in the picture. Sand is being extracted illegally along the river and the river is being destroyed freely. A large dam has been built here to extract sand from the river and water has accumulated there. It looks like a river. But it is a place by the river where holes have been made by lifting sand.

20220225_180239.jpg

It is not right to extract sand illegally like this. The government of our country is doing this illegal work without the knowledge of the very conscious administration. When the police arrived, the sand miners fled somewhere far away. Just then they were not caught by the police. That is why they are illegally extracting sand and harming the country.

20220225_180240.jpg

I collected while going on a photography trip to illegally extract sand from the river and some reflections. Which I have presented to you. See you later, bye bye pizza.



বাংলা



প্রতিবিম্ব ফটোগ্রাফি



হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি কিছু রিফ্লেকশন ফটোগ্রাফি। যেগুলো আমি নদীর পাড়ে ভ্রমণ করতে গিয়ে সংগ্রহ করেছিলাম। এই নদীর পাড়ে আমি এর আগে একবার ভ্রমণ করতে গিয়েছিলাম। তখন নদীর পানি খুবই কম ছিল। বর্তমানে পানি বেশী দেখা যাচ্ছে এবং ছবিগুলো খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তাই আমি মনে করলাম ছবিগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি।

20220225_180225.jpg

এই নদীর নাম নাগর নদী বাংলাদেশের দুপচাঁচিয়া উপজেলার মধ্য দিয়ে নাগর নদী বয়ে গেছে। নদীটি অনেক আঁকানো বাঁকানো এবং দেখতে কিছুটা ম্যাপ দেখলে আপনারা বুঝতে পারবেন এই নদীতে কত বাঁক রয়েছে। তাই নদীটি অনেক বড় কিছু জায়গা সমতুল্য জুড়ে নদীটি বয়ে গেছে। কিন্তু অনেক বেশি জায়গা এই নদীটি গ্রহণ করেছে। যে কারণে নদীটির নামকরণ অনেক বেশি না কোন নদীটি খুবই সুন্দর। এই নদীতে প্রচুর পরিমানের মাছ হয়।

20220225_180231.jpg

আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমাদের বাংলাদেশে অনেক নদী রয়েছে। বর্তমানে শীতকালের শেষের দিকে তাই এখন খরার দিন পানি শুকিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই বর্ষাকাল নামবে। তখন নদীর আনাচে-কানাচে পানিভর্তি দেখা যাবে। ব্যাঙ ডাকবে আর নাছ প্রচুর পরিমাণে দেখা যাবে এবং মৎস্যশিকারীর আনন্দের সহিত মাছ শিকার করবে। নদীতে গ্রামের ছোট ছেলে মেয়েরা গোসল করবে এ দেখতে খুবই সুন্দর লাগবে। ঠিক বর্ষাকালের মুহূর্তে আপনাদের মাঝে অবশ্যই আমি এই নদীর ছবিগুলো উপস্থাপন করবো। যেগুলো গ্রাম্য পরিবেশ ছাড়া অন্য কোন পরিবেশে পাওয়া যায় না। গ্রাম্য আমি ভ্রমণ করতে পছন্দ করি। তাই গ্রামের পরিবেশে ভ্রমণ করতে চাই।

20220225_180234.jpg

বিকেলবেলা আমি এই নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আমি আজকে বেড়াতে এসেছি আমার খালার বাসায়। বগুড়ার দুপচাঁচিয়ায় আমার খালার বাসা। সেখানে আমি দুই দিন অবস্থান করব এবং আপনাদের মাঝে অবশ্যই গ্রাম্য পরিবেশের কিছু দৃশ্য তুলে ধরব। সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন।

20220225_180236.jpg

এখানে আপনারা ছবিতে একটা বাগান দেখতে পাচ্ছেন। নদীর ওই পাশের এই বাগানটিতে ইউক্যালিপটাস গাছ রয়েছে। ইউক্যালিপটাস গাছের আশেপাশে যদি কোন নদী বা পুকুর থাকে তাহলে সেই পুকুরের পানি কমতে থাকে। কারণ এই গাছ প্রচুর পরিমাণ মাটি থেকে পানি উপর দিকে টানে এবং তা বাতাসের মধ্যে ছড়িয়ে দেয়। এই জন্য কোন পুকুরের আশেপাশে যদি এই গাছ থাকে তাহলে, পুকুরে মৎস্য চাষের সম্ভাবনা খুবই কম থাকে।

20220225_180237.jpg

আর এখানে আপনারা একটি গর্ত দেখতে পাচ্ছেন। নদীর জায়গা এতোটুকু নয়, যতটুকু ছবিতে দেখা যাচ্ছে। নদীর পাশ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এবং নদী অবাধে নষ্ট হচ্ছে। নদী থেকে বালু উত্তোলন করার জন্য এখানে অনেক বড় একটি বাঁধ তৈরি হয়েছে এবং সেখানে পানি জমেছে। দেখতে ঠিক নদীর মতন লাগছে। কিন্তু এটা নদীর পাশের একটি জায়গা যেখানে বালু উত্তোলন করে গর্ত তৈরি করা হয়েছে।

20220225_180239.jpg

এরকম অবৈধভাবে বালু উত্তোলন করা ঠিক নয়। আমাদের দেশের সরকার খুবই সচেতন প্রশাসনের অজান্তে এই অবৈধ কাজ গুলি করা হচ্ছে। যখন এখানে পুলিশ আসে তখন বালু উত্তোলনকারীরা এখন থেকে দূরে কোথাও পালিয়ে যায়। ঠিক তখন তারা পুলিশের হাতে ধরা পড়ে না। সেজন্য তারা এভাবে অবৈধভাবে বালু উত্তোলন করে এবং দেশের ক্ষতি করছে।

20220225_180240.jpg

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং কিছু রিফ্লেকশন এর ফটোগ্রাফি ভ্রমণ করতে গিয়ে আমি সংগ্রহ করেছি। যেগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত বাই বাই পিজা।

camera / samsung

48 / Mega pixel

Location / Bangladesh

Edit / Light Room

H2
H3
H4
3 columns
2 columns
1 column
5 Comments
Ecency