একটি বট গাছের ইতিকথা

হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমরা আমাদের চারপাশে অসংখ্য প্রজাতির অনেক অনেক গাছ দেখি। তন্মধ্যে বটগাছ হলো এমন একটি গাছ যেটি যুগের পর যুগ টিকে থাকে।
1610796507105.jpg
প্রতিটি গাছই আমাদের ছায়া এবং আশ্রয় দিয়ে থাকে। তবে বটগাছের হিসেব টা একটু অন্যরকম, গাছটি অনেক জায়গা জুড়ে তার শাখা-প্রশাখা ছড়িয়ে দেয় যার ফলে অনেক বড় একটি অংশে ছায়া প্রদান করে। সেই সাথে এখানে গড়ে ওঠে অসংখ্য প্রজাতির পাখির বাসা।
1610796507090.jpg
অযত্ন-অবহেলায় নিজে বড় হলেও এই গাছটি পরম মমতায় তাঁর ডালপালার মধ্যে পাখ পাখালি দের জায়গা দিয়ে থাকে। এখান থেকে কাঠ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন অনেক কাঠুরে। এছাড়াও দীর্ঘজীবী এই গাছটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল প্রজন্মের পর প্রজন্ম ধরে নির্দ্বিধায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এটি।
1610796507113.jpg
শুধু কি পাখি কত রকম আগাছা লতার আবাসস্থল এই বট গাছ তার হিসেব নেই৷
1610796507127.jpg
কিন্তু আমরা এই গাছটিকে অযত্ন অবহেলায় ফেলে রাখতে রাখতে যেন জীর্ণ করে ফেলছি। হরেক রকম রঙিন পোষ্টার ফেস্টুন কে নিজের গায়ে জায়গা দিতে গিয়ে এই শতবর্ষী গাছটি নিজেই যেন সাদা কালো হয়ে গেছে।
1610796507120.jpg

1610796507134.jpg
আমি মনে করি আমাদের সকলের উচিত এসব গাছকে অবহেলায় ফেলে যাতে রাখা না হয় সেই ব্যবস্থা করা। তাহলেই আমাদের পরিবেশ হবে বসবাস উপযোগী সুস্থ ও নির্মল।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment
Ecency