বাংলার চিরায়ত সৌন্দর্য

শুভ সকাল বন্ধুরা। আশাকরি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের চারপাশের প্রকৃতি অনেক সুন্দর যেগুলো এই শীতের শেষ দিকে অর্থাৎ বসন্তের শুরুতে আরো সবুজ ও প্রাণবন্ত হয়ে ওঠে।
IMG_20201009_135103.jpg
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাইনা আর
IMG_20201009_135310.jpg

IMG_20201009_135106.jpg
এদেশের মাঠ-ঘাট প্রকৃতি অপরূপ সাজে সজ্জিত। চারপাশের সবুজ-শ্যামল পরিবেশ যেন আমাদের নয়নকে এক অপরিসীম সৌন্দর্যের আধারে নিয়ে যায়।
IMG_20201009_135255_1.jpg
এদেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি ছোট বড় জিনিস, সবকিছুর মধ্যে যেন অন্যরকম এক সৌন্দর্য বিদ্যমান। যেদিকে তাকানো যায় নয়ন জুড়িয়ে যায়। চারপাশে শুধু সবুজ-শ্যামল এছাড়াও গাছপালা এবং গাছের পাতা কিংবা চামড়া বা বাকল সবই যেন অনিন্দ্যসুন্দর।
IMG_20201009_135322.jpg

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Ecency