এভারগ্রিন বাংলাদেশ কমিউনিটির প্রথম নিয়মাবলি আপডেট / The first rules update of the Evergreen Bangladesh community.


image.pngsource

হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে নতুন একটি কমিউনিটি নিয়ে এসেছি। যার নাম Evergreen Bangladesh যা কিছুক্ষণ আগে তৈরী করা হয়েছে। নতুন কমিউনিটি হিসেবে আমি আপনাদের মাঝে কিছু নিয়মকানুন নিয়ে এসেছি এবং পরবর্তীতে আমাদের নিয়মকানুন পরিবর্তন করা হতে পারে। এই কমিউনিটিতে আপনারা যে কোন দেশ থেকে সাবস্ক্রাইব করে অংশগ্রহণ করতে পারেনি এবং আমাদের মাঝে নিত্য নতুন পোস্ট তৈরী করতে পারেন অবশ্যই আমাদের মাঝে কোয়ালিটিফুল পোস্ট তৈরী করবেন

আমাদের কমিউনিটির মালিক, এডমিন, মডারেটর গণ।

@nusrat01 কতৃক তৈরী আমাদের Evergreen Bangladesh কমিউনিটির এডমিন @nusrat01 আরও নতুন করে মডারেটর নিয়োগ করা হবে। আপনারা চাইলে কমিউনিটির মডারেটরের দায়িত্ব পালন করতে পারেন এতে আপনাকে একটি এপ্লিকেশন পোস্ট তৈরী করতে হবে। যা আপনার নিজের সম্পর্কে লিখতে হবে এবং আমাদের আবেদন করতে হবে। কমিউনিটি সম্পর্কে ভবিষ্যতে চিন্তাভাবনা আপনাকে অবশ্যই উল্লেখ করে পোষ্ট তৈরী করতে হবে।

কমিউনিটির কুরেশন একাউন্ট @hive-171911

বর্তমানে আমাদের কমিউনিটির কুরেশন একাউন্ট এটি @hive-171911 এখন আমাদের hp খুব কম সেজন্য আমরা কমিউনিটির সদস্যদের কাছে অনুরোধ করব আমাদের কুরেশন একাউন্টে আপনার hive power delegate করুন। ভবিষ্যতে অবশ্যই আমাদের কমিউনিটির একাউন্টে hp বৃদ্ধি করা হবে। এবং সদস্যদের সাপোর্ট করা হবে।



সংক্ষেপে আমাদের কমিউনিটির নিয়মাবলী



  • আপনি যেকোন দেশ থেকে আমাদের কমিউনিটি তে অংশগ্রহণ করতে পারেন। আমাদের সঙ্গে কাজ করতে পারেন।
  • বাংলা ভাষা সহ অন্য কোনো যেকোন ভাষায় এখানে লেখা যাবে ।

  • কোন ধরনের বাজে বাই স্পাম পোস্ট করা যাবে না। ১৮ + পোস্ট সম্পুর্ণভাবে নিষিদ্ধ। যদি কেউ এটা করেন তবে তাকে কমিউনিটি থেকে আজীবনের জন্য মিউট করা হবে।

  • NSFW কোনো পোস্ট "nsfw" ট্যাগ ছাড়া পাবলিশ করলে সাথে সাথে সেটিকে মিউট করা হবে ।

  • শুধুমাত্র নিজের লেখাই এখানে শেয়ার করা যাবে, অন্যের লেখা শেয়ার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ।

  • আপনি যদি অন্যের লেখা হুবহু কপি করে, বা মূল লেখার সম্পূর্ণ অনুকরণে লেখার চেষ্টা করেন তবে সেটাকে plagiarized কনটেন্ট হিসাবে ধরে করা হবে এবং আপনার পোস্টটি মিউট করা হবে । আপনি বার বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালে আপনাকে কমিউনিটি থেকে ব্যান করা হবে ।

  • কী কী পোষ্ট শেয়ার করা যাবে আমাদের কমিউনিটিতে ? প্রায় সব যেমন: বাংলা যে কোনো আর্টিকেল, রেসিপি, ভ্রমণ কাহিনী, ফোটোগ্রাফি, সব রকম ক্রিয়েটিভ রাইটিং (গল্প,কবিতা,ছড়া), ভিডিও, আর্ট, মিউজিক ইত্যাদি ।

  • আমাদের কমিউনিটিতে যেকোন ফটোগ্রাফি শেয়ার করতে পারেন। ফোটোগ্রাফি পোস্ট মানে শুধুই ছবি শেয়ার করা নয়, অন্তত ১০০ শব্দের বর্ণনাও অতি আবশ্যক ।

  • কোনো পোস্টে বা কমেন্টে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না বা কটূ কথা, গালিগালাজ করা যাবে না । অন্যথায় তাকে ব্যান করা হবে ।

শেষকথা সংক্ষিপ্ত

ভবিষ্যতে আমাদের চিন্তা ভাবনা অনেক ভাল কিছু করার। তবে আমাদের অবশ্যই সহযোগিতা করুন আমাদের কমিউনিটি তে নিয়মকানুন মেনে পোস্ট তৈরী করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ। আমরা যতটুকু সম্ভব সাপোর্ট করার চেষ্টা করব।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
4 Comments
Ecency