উইম্বলডনের ফাইনাল ম্যাচে ট্রফি জিতে নিলেন জোকোভিচ


IMAGE SOURCE
আজকে উইম্বলডনের ফাইনাল ম্যাচ ছিল। আর এই ফাইনাল ম্যাচে কে কে খেলবে সেটা আগে থেকেই জানতে কারো বাকি ছিল না। এছাড়া রবিবার দিনটা একপ্রকার ঐতিহাসিক দিন হিসেবে কেটেছে কারণ রবিবার অনেকগুলো ফাইনাল খেলা হয়েছে যেমন, উইম্বলডন ফাইনাল, কোপা আমেরিকা ইত্যাদি আরো আছে।

যাইহোক আমি উইম্বলডনের ম্যাচে আসি। উইম্বলডনে ফাইনাল খেলেছে জোকোভিচ এবং বেরেত্তিনি। আজকের খেলাটি তাদের দুইজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সেই সাথে উইনার হওয়ার। আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম জোকোভিচ ফাইনাল এ উঠুক এবং উইনার হোক।

টেনিস খেলায় জোকোভিচ আমার একজন প্রিয় খেলোয়াড়। আমি আশাও করেছিলাম যে জোকোভিচ ফাইনালে অবশ্যই উঠবে এবং সে উঠেছে। আর উঠেই ম্যাচ জিতলো। জোকোভিচ এর খেলার ধরণ যে ধরণের ফেন্টাস্টিক এবং কলাকৌশল যেরকম তাতে তার জেতাই উচিত।

তবে বেরেত্তিনিও কম নয় কোনো অংশে, সেও দারুন খেলেছে ফাইনালে জোকোভিচ এর মতো প্লেয়ারের সাথে। বেরেত্তিনি একজন নতুন প্রতিদ্বন্দ্বী কারণ সে প্রথমবার ফাইনালে উঠেছে, যেটা তার কাছে খুবই গর্বের বিষয়। জোকোভিচ অনেকবারই ফাইনালে উঠেছে এবং সে এই ম্যাচ সহ টোটাল ৬টি ফাইনাল ম্যাচে উইনার ঘোষিত হয়েছে যেটা তার কাছে অত্যন্ত গর্বের বিষয়।

টেনিস খেলায় জোকোভিচ একজন অসাধারণ প্রতিভাবান প্লেয়ার সেটা বলার উপেক্ষা থাকে না আর। আজকে যখন খেলা শুরু হলো তখন প্রথম দিকে জোকোভিচ তেমন জায়গা করে নিতে পারছিলো না ফলে বেরেত্তিনি প্রথম রাউন্ড জিতে যায়। প্রথম রাউন্ড ৭-৬ এ শেষ হয়।

তারপরের রাউন্ডগুলো জোকোভিচ ৬ পয়েন্ট করে তুলে নেয় কিন্তু বেরেত্তিনি ৩,৪ এইরকম তোলে। তবে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে দারুন কন্টেস্ট তৈরি হয় , যেন একজন আরেকজনকে ছেড়েই কথা বলে না। লাস্ট রাউন্ড জিততে বেশ পরিশ্রম করতে হয়েছে জোকোভিচ কে।

যদিও কিছু কিছু ভুল শর্ট খেলেছে তার কারণেও সমস্যা হয়েছে। যাইহোক শেষপর্যন্ত জিতলো। জোকোভিচ জেতার পরে তার সেই ইতিহাস গড়িত রেকেট গ্যালারিতে বসে থাকা এক ছোট মেয়েকে দিয়েও দেয়।

ধন্যবাদ:))

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now
Ecency