This content was deleted by the author. You can see it from Blockchain History logs.

Benefit of investing in nature

I usually do most of my work sitting at the table. From studying, office work to eating, I do almost all of my work sitting at the reading table because sometimes the branches of the Bougainvillea tree peek through the window in the wind. I can hear the chirping of birds, so I like this place.

InShot_20240811_185054454.jpg

I was doing my office work in the morning today and then I heard birds chirping. The sound was coming from very close, so when I raised my head and looked at the window, I saw a sparrow. How beautiful! I was sitting and watching the fearless bird. I understand that if the number of trees in the neighborhood increases, the number of birds will also increase. Because before I didn't see so many birds coming near my house. In fact, if you give a little to nature, nature gives you many times more as a gift. Providing a little space for the tree to grow, the tree provides oxygen, cool air, bird sanctuary and peace of mind which is priceless....

Bangla:

সচরাচর আমার প্রায় কাজ আমি টেবিলে বসেই করি । লেখাপড়া , অফিসের কাজ থেকে শুরু করে খাওয়া প্রায় সকল কাজ আমি পড়ার টেবিলে বসেই করি কারণ বাসার এই দিকটার জানালার পাশে মাঝে মাঝে হাওয়ার স্রোতে বাগান বিলাস গাছের ডালপালা জানালায় উঁকি ঝুঁকি দিয়ে যায় ।পাখির কিচিরমিচির শুনতে পাওয়া যায় তাই এই জায়গার প্রতি ভালো লাগা কাজ করে ।

InShot_20240811_190428492.jpg

আজ ভোর বেলায় অফিসের কাজ করছিলাম আর তখন পাখির কিচিমিচির শুনতে পেলাম । আওয়াজ আসছিলো খুব কাছ থেকে তাই মাথা তুলে জানালার দিকে তাকাতেই চোখ পরলো একটা চড়ুই পাখির দিকে । কি সুন্দর ! আমি বসে বসে দেখছিলাম নির্ভয় পাখির কান্ড । বুঝলাম আসে পাশে গাছের সংখ্যা বৃদ্ধি পেলে পাখির সংখ্যাও বাড়বে । কারণ আগে এতো পাখি আমি আমার বাসার আসে পাশে দেখতাম না । আসলেই প্রকৃতিকে একটু দিলে প্রকৃতি উপহার স্বরূপ তার কয়েকগুন বেশি দেয় । বাগান বিলাস গাছটি বেড়ে উঠবার জন্য একটু খানি জায়গা দেওয়ার বদলে গাছটি অক্সিজেন দিচ্ছে , শীতল বাতাস দিচ্ছে , পাখির অভয়রাণ্য দিচ্ছে আর দিচ্ছে মনের শান্তি যার মূল্য অতুলনীয় ....