সকালে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কাটানো কিছু মুহূর্ত।

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

হ্যালো আমার প্রিয় বন্ধুরা
শুভ সকাল
সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ তালা অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব সকালে প্রাকৃতিক সৌন্দর্যের কিছু দৃশ্য।

Edited by Canva

যদিও আমরা এখন ব্যস্ত সময় অতিক্রম করছি। সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি করি। তাই আমরা সকলের সৌন্দর্য সম্পর্কে অনেকে অবগত নাই। রাতে ১২ থেকে ১ টা পর্যন্ত জেগে থাকি এইজন্য সকালে প্রাকৃতিক দেখতে পারেনা।

আজ শনিবার সকালে ঘুম থেকে উঠে চিন্তা করলাম যে সকালের সুন্দর বাতাস এবং সুন্দর যেগুলো একটু অনুভব করে আসি তাই বাইরে বেরিয়ে আসলাম এবং কিছু কথা হাঁটতে শুরু করলাম হঠাৎ সামনে পড়ে যে পাহাড়ে জাহান্নাম আসলে এই পাহাড় থেকে যে ঝর্ণাগুলো নামে এগুলো একসাথেই নেমে থাকে।

পাহাড়ের ঝরনা সৌন্দর্য আসলেই অন্যরকম, এখানে কাটানো কিছু সময় ঠান্ডা বাতাসের সাথে ভেসে আসছে পাহাড়ি ঝরনার পানি পানির শব্দতে যেন মনের ক্লান্তি গুলো দূর হয়ে যায়।

কিছু সময় অতিক্রম করার পর আবারও হাঁটতে শুরু করলাম সামনে গিয়ে দেখি অনেকে আমার মত বেরিয়ে পড়ছে রাস্তায় নিজ নিজ কর্মস্থলে আবার কেউ ব্যস্ত আছে আমারই মত সকাল এই ঠান্ডা বাতাস খেতে।

সকালে আকাশের সৌন্দর্য ফোনের ক্যামেরা দিয়ে ফ্রেমবন্দি যেটা দেখে যে করে মন ভালো হয়ে যাবে যদিও আকাশে সূর্যের আনাগোনা অনেকটা পরেই দেখা যাবে সবেমাত্র পূর্ব আকাশে লাল হয়ে উঠছে।

আরো একটি সাইটে দেখতে পাই যে আকাশে এখনো চাঁদ মামা দেখা যায় আপনারা কতটা স্পষ্ট দেখতে পাচ্ছেন তা বলতে পারব না তবে খালি চোখে এগুলো খুব ভালোভাবেই দেখা যায় এত দূরে থেকে ক্যামেরায় খুব একটা ভালো দেখা যায় না চেষ্টা করছি ভালো করে দেখানোর জন্য।

সর্বশেষ ঘোরাঘুরির পর এবার এলাম ক্যান্টিনের সামনে কিছু খাওয়ার উদ্দেশ্য আসলে সকালের নাস্তা বলতে একটি রুটি হলেই চলে যায় আর এটি হল ক্যান্টিনের সামনের অংশ যেখানে অনেকেই বসে খাওয়াই ব্যস্ত আছে।

তো বন্ধুরা আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশাই করি আর আমার লেখার ভিতরে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মত বিদায় নিচ্ছি (আল্লাহ হাফেজ)

DeviceName
Picture

Photography 📷📷
•Category

sunset 🌇
•Camera Used ‌

Handphone
•Model

vivo 15y
•Photographer@mdsahin111
•Location Aceh 📍🌐/

Malaysia

Software Editing Adobe Lightroom

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment
Ecency