A terrible insect takes some of his photographs with a mobile phone camera

Bismillahir Rahmanir Rahim,
Hello my dear friends,
good morning,
how are you all I hope that everyone is well and healthy by the grace of Allah Subhanataala. And I will try to analyze this photography above.

I have come to you after a long time because I have been busy with another work for a long time and could not give time to this platform. Anyway friends, today's photography is a terrible insect that harms people and nearby.

The name of this insect is called shopoka in our village language and depending on the region this insect has other names like oil kuch because this insect moves very slowly.

This insect usually survives by eating the leaves of plants. This insect is very dangerous and if it gets on someone's body it can cause itching.

Sitting on top of a tree trunk I saw very slowly forward this time I took a few pictures with the phone camera in one hand and holding the tree trunk with the other hand.
I think the pictures are very beautiful.

So friends, until today, I hope everyone is well and healthy. May God bless everyone. Love and respect to everyone.

It is my mother tongue

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সকাল,
আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি যে আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আপনাদের মাঝে উপস্থাপনা করব কিছু ফটোগ্রাফি। এবং এই ফটোগ্রাফি উপরে বিশ্লেষণ করার চেষ্টা করব।

আপনাদের মাঝে অনেকদিন পর উপস্থিত হয়েছি কেননা আমি দীর্ঘদিন যাবত অন্য একটি কাজের জন্য ব্যস্ত ছিলাম এজন্য সময় দিতে পারছিলাম না এই প্লাটফর্মকে উপরে তো বন্ধুরা যাই হোক আজকের ফটোগ্রাফি করা হয়েছে ভয়ঙ্কর একটি পোকা যা ক্ষতি করে মানুষের এবং কাছের।

এই পোকাটির নাম আমাদের গ্রামের ভাষায় বলা হয় শোপোকা এবং অঞ্চল ভেদে এ পোকাটির নাম আরো রয়েছে যেমন তেল কুচ ডাকা হয় কেননা এই পোকাটি ন খুব ধীর গতিতে চলে এর জন্য।

এই পোকাটি সাধারণত গাছের পাতা খেয়ে বেঁচে থাকে এ পোকা খুবই ভয়ঙ্কর যদি কারো শরীরে লাগে তাহলে চুলকানি হতে পারে।

গাছের ডোকার উপরে বসে রয়েছে আমি দেখতে পেলাম খুব আস্তে আস্তে করে সামনের দিকে এইবার ছিল তখনই আমি এক হাতে ফোনের ক্যামেরা দিয়ে এবং অন্য হাত দিয়ে গাছের ডোবাটি ধরে কয়েকটি ছবি তুলে রাখি।

ছবিগুলো আমার মনে হয় খুবই সুন্দর উঠেছে আমি অনেক কাছ থেকেই ছবিগুলো ওঠানোর চেষ্টা করেছি যাতে করে স্পষ্ট বোঝা যায় ছবি সারমর্ম।

তো বন্ধুরা আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন সবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রইলো।

H2
H3
H4
3 columns
2 columns
1 column
1 Comment
Ecency