থ্রিস্পিক এর ভিডিও কিভাবে মুছবেন || How to DELETE #Threespeak Video [Tutorial-3]

আমাদের কাজে নানাভাবে আমরা ভুল করে থাকি, কিছু ছোট ছোট ভুলের কারনে অনেক সময় আমাদের কাজগুলোর যথার্থ মূল্যায়ন পাওয়া যায় না। তাই অনেক সময় আমাদের সেই কাজগুলোকে সঠিক উপায়ে পুনরায় করার চেষ্টা করতে হয়। আবার অনেক ক্ষেত্রে ভুল হওয়া কাজগুলোকে মুছে ফেলার চেষ্টাও করা হয়।

কারন ভুল বিষয়টি সবার সম্মুখে আনা উচিত না। বিশেষ করে ব্লকচেইন এ কাজ করার ক্ষেত্রে ভুল হয়েগেছে সেটাকে পুনরায় সংশোধন করার একটি সুযোগ পাওয়া যায়। কারন অনিচ্ছায় আমাদের পোষ্টে অনেক ভুল রয়ে যায়, পরবর্তীতে যা সংশোধন করতে হয়।

UMo.jpg

তাই আজ আমি থ্রিস্পিক এর ভিডিওতে কোন কারনে ভুল হয়েগেছে, সেটিকে কিভাবে মুছে ফেলতে হয়, তা উপস্থাপন করবো। যদিও বিষয়টি খুব সহজ, কিন্তু না জানার কারনে অনেক সময় আমাদের বেশ কঠিন যন্ত্রনা ভোগ করতে হয়। চলুন দেখি থ্রিস্পিক থেকে কিভাবে ভুল ভিডিও মুছে ফেলা যায়-

00.png

প্রথমে পূর্বের নিয়মে আপনাকে থ্রিস্পিক এ লগইন করতে হবে, আপনার ইমেইল এবং পাসওয়ার্ড এর মাধ্যমে। ইমেইল এবং পাসওয়ার্ড স্মরনে রাখতে, কারন ভুলে গেলে সেটাকে উদ্ধার করার ব্যবস্থা এখনো করা হয় নাই থ্রিস্পিক এ। সুতরাং পাসওয়ার্ডটি মনে রাখা খুবই জরুরী সকলের জন্য।

01.png

লগইন করার, একটু খেয়াল করুন বাম দিকে আপনার নাম এবং ছবি প্রদশর্ন করবে। আপনার নামের ঠিক পাশে ছোট্ট একটি ডাউন এরো দেখা যাবে, আপনি সেখানে ক্লিক করুন-

02.png

ডাউন এরোতে ক্লিক করা হলে নতুন আরো একটি ট্যাব আসবে, তার ঠিক নিচের দিকে লক্ষ্য করুন, চিত্রে দেখানোর মতো Creator Studio নামে একটি অপশন থাকবে, আপনাকে সেই অপশনটির উপরে আবার ক্লিক করতে হবে।

03.png

এরপর নতুন আরো একটি উইন্ডো আসবে যেটাকে বলে Dashboard । তার ঠিক বাম পাশে লক্ষ্য করুন Videos নামে আরো একটি অপশন রয়েছে। এখন আমাদের সেই অপশনটির উপর ক্লিক করতে হবে।

03-2.png

এরপর আমাদের সম্মুখে My Videos এর উইন্ডোটি আসবে। এরপর ঠিক ডান দিকে লক্ষ্য করুন। আলাদা আলাদা তিনটি রং এর কিছু ছোট ছোট বক্স দেখা যাবে। লক্ষ্যনিয় যে, প্রতিটি ভিডিওর জন্য এই রকম তিনটি বক্স থাকে। প্রথমটি এডিটিং করার জন্য, দ্বিতীয়টি ভিউ দেয়ার জন্য এবং শেষেরটি ভিডিও মুছার জন্য।

04.png

চিত্রের দিকে একটু লক্ষ্য করুন, আমি চিহ্নিত করে দিয়েছি। এখনে আপনার সকল ভিডিওগুলোর লিষ্ট রয়েছে যেগুলো প্রকাশিত হয়েছে, শুধুমাত্র সেগুলোর পাশে এই রকম অপশন পাবেন। সুতরাং এখন আপনি যে ভিডিওটি মুছে ফেলতে চান, সেটার ডিলেট বাটনে ক্লিক করুন। ভিডিওটি মুছে যাবে থ্রিস্পিক থেকে।

সবশেষে একটা বিষয় স্মরনে রাখতে হবে যে, আপনি ভিডিওটি শুধুমাত্র থ্রিস্পিক কমিউনিটি থেকে মুছেছেন। সুতরাং হাইভ থেকে আপনাকে এডিট অপশনে গিয়ে ম্যানুয়ালি মুছতে হবে। আশা করছি বিষয়টি সবাই বুঝতে পারছেন।

Thanks all.

@hafizullah

222.jpg
text15.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

text15.png

Follow me on Twitter: https://twitter.com/hafizdhaka
Add me on Facebook : https://www.facebook.com/hafiz.metu
Subscribe my Channel on YouTube: https://www.youtube.com/channel/UCMjwsztBrprT7XWeVwURrjA

text15.png

hive cover final.jpg

H2
H3
H4
3 columns
2 columns
1 column
8 Comments
Ecency