প্রবাসের হালচালঃ একজন হাত-ভাঙ্গা রুগীর গল্প


আসসালামু আলাইকুম! কেমন আছে সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি হাফিজ, ওমানে থেকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রবাসের হাল-চাল সিরিজের আজকের এই পোষ্টে আমি একজন বাংলাদেশী হাত ভাঙ্গা রুগীর গল্প শোনাব আপনাদের। সাথেই থাকুন!

img_0.3708313406017054.jpg

কোন fracture বা হাড্ডি ভেংগে যাওয়া হচ্ছে একটা orthopaedic emergency কেইস। ভাঙ্গা অংশটা ঠিকমত (পজিশন মত) বসিয়ে প্লাস্টার করে দেয়া লাগে যেন ঐ অংশটুকু নড়াচড়া না করে। এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভাংগা হাড্ডি আবার জোড়া লেগে যায়। কিন্তু প্লাস্টার না করলে অনেক ধরনের জটিলতা হতে পারে। আমার আজকের রুগীও অনেকটা জটিলতার পথেই ধাবিত হচ্ছে। চলুন শোনা যাক তার ইতিহাস। নিচে রুগীর এক্স-রে টা সংযুক্ত করে দিলাম।

img_0.4130011718839642.jpg
the X-rays show fracture at the shift of left Ulna; one of the two bones of the forearm.

ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেয।


▶️ 3Speak

H2
H3
H4
3 columns
2 columns
1 column
5 Comments
Ecency