This content was deleted by the author. You can see it from Blockchain History logs.

The Strenge Insect Dragonfl---ফড়িং সম্পর্কে অবাক করা অজানা কথা


ড়িং বিস্ময়কর এক উড়ন্ত পতঙ্গ।

এরা উড়তে উড়তে যেকোনো অবস্থায় আচমকা থেমে যেতে পারে। মজার বিষয় হল ফড়িং মাংসাশী। কিন্তু আমরা এদের পাতায় বা গাছের নমনীয় অংশে বসে থাকতে দেখি, “তার মানেকি এরা পাতা বা উদ্ভিদ খায়?” না, এরা অপেক্ষা করে ছোট পতঙ্গের। পাসে কোন খাবার দেখতে পেলে ছো মেরে ধরে ফেলে। ফড়িঙের ৩ জোড়া পা ও ২ জোড়া পাখা আছে। পাখাগুলু উড়ার সময় নিজেদের মত করে নাড়াতে পারে। আশ্চর্যের কথা হচ্ছে, ফড়িং তার পাখার সাহায্য “এক জায়গায় স্থির থাকতে পারে,” পেছন দিকে উড়তে পারে, এবং “উল্টো হয়েও উড়তে পারে” যা অন্য কোন পতঙ্গ পারেনা। এরা প্রতি মিনিটে ৬০০ মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। অন্যান্য কীট-পতঙ্গের মধ্যে ফড়িঙের চোখ তাদের শরীরের তুলনায় অনেক বড়। যার কারনে এরা বড় আয়তনের এরিয়া দেখতে পায়। চোখে পৃথক পৃথক ৩০ হাজারের মত লেন্স আছে।
আধুনিক বিজ্ঞান ফড়িঙের উড়ন কৌশল অবলম্বন করে হেলিকাপ্টার আবিষ্কা করেন।



কাঁচের ভূমি সালার দে ইউনি ভলিভিয়া:

চীনের মহাপ্রাচীরের ইতিহাস:

১০টি মাংসাশী উদ্ভিদ- 10 Killer Trees:

ভাইরাস সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য:

Facebook Page: https://www.facebook.com/janaojana247/

Facebook Group: https://www.facebook.com/groups/Favailable/

Music source:


Lights by Sappheiros https://soundcloud.com/sappheirosmusic
Creative Commons — Attribution 3.0 Unported — CC BY 3.0
http://creativecommons.org/licenses/b...
Music promoted by Audio Library


▶️ DTube
▶️ IPFS