This content was deleted by the author. You can see it from Blockchain History logs.

মায়ের চিঠি.

20180128_184340.jpg

মায়ের চিঠি

  • শহিদ খাঁন
    মা লিখেছেন ছোট্ট চিঠি
    আয় খোকা আয় বাড়ি,
    এবার ঈদে আনবি না আর
    নতুন কোন শাড়ি।

শরীরটা তোর কেমন আছে
জানতে ইচ্ছে হয়,
গত রাতের স্বপ্নে আমি
পাইছি বেজায় ভয়।

রেখে গ্যাছে বাবা তোরে
আমি যে তোর মা,
দু'চোখ ভরে না দেখিলে
মন তো মানে না।

কী আদরের মানিক যে তুই
আমার বুকের ধন,
আমার দোয়ায় মিলবে যে তোর
উচ্চতেই আসন।

সবার মুখে থাকবে যে তোর
ব্যপক গুনগান,
বুকটা আমার ভরবে তখন
তুই যে সোনার চাঁন।

অনেক বড় হবি যে তুই
দেখবে জগত বাসি,
নয় তুই আমার অসৎ ছেলে
রাখিস মুখের হাসি।