Rajshahi University Admission test

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার লিখিত পরীক্ষা হচ্ছে না। গতবছরের মতোই এমসিকিউ ( MCQ) পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বছর। প্রতি ইউনিটে সর্বোচ্চ ৩২০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
.
আগামী ৩ সেপ্টেম্বর আবেদন শুরু হয়ে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই সেশনে ভর্তির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
.
আসন সংখ্যা বাড়বে। ইতোমধ্যে দুইটি বিভাগে আসন সংখ্যা বাড়ানো হয়েছে। সেখানে ম্যাটেরিয়ালস সায়েন্স ও ব্যাংকিং ইন্সুরেন্স বিভাগে ১০টি করে আসন বেড়েছে এবং ব্যবসা ও বানিজ্য আইন বিভাগ যেখানে ৫০টি আসন রয়েছে। এই হিসাবে মোট আসন বাড়বে ৭০টি।
.
১০০ মার্কসের পরীক্ষা হবে।
৫ টি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
.
রাবির এখন ইউনিট ৫ টি,,
A ইউনিটঃ মানবিক + বিভাগ চেঞ্জ।
B ইউনিটঃ বাণিজ্য ( BBA, IBA) + বিভাগ চেঞ্জ।
C ইউনিটঃ;ইঞ্জিনিয়ারিং + বিজ্ঞান
D ইউনিটঃ জীব + কৃষি
E ইউনিটঃ সমাজবিজ্ঞান + আইন + শিক্ষা ও গবেষণা ( মানবিক + বিভাগ চেঞ্জ)
.
প্রশ্নের মান বন্টন : পূর্বে যেভাবে প্রশ্ন করা হতো সেভাবেই থাকবে।
.
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পাশ নম্বর ৪০ থেকে কমিয়ে ৩৫ নম্বর করা হয়েছে ।
.
এই বছর সেকেন্ড টাইম থাকবে।
.
.
★ আবেদনের যোগ্যতা:।।
ন্যূনতম পয়েন্ট:(৪র্থ বিষয়সহ)
▶ বিজ্ঞান -৩.৫+৩.৫=৮.৫
▶বাণিজ্য -৩.৫+৩.৫=৮.০
▶ মানবিক -৩.০+৩.০=৭.৫
✴বি.দ্র. আবেদনকারী যে unit ই আবেদন করুক না, সে যে শাখা হতে HSC উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা প্রযোজ্য হবে।

.
★‘ও’ লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড ও তিনটি বিষয়ে ‘সি’ গ্রেড থাকতে হবে। উভয় লেভেলের ভর্তিচ্ছুদের পরীক্ষায় প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে।

A ইউনিটে বিভাগ ও আসন (কলা অনুষদ+ চারুকলা ):
১.দর্শন(১১০)
২.ইতিহাস(১১০)
৩.ইংরেজি(১০০)
৪.বাংলা(১০০)
৫.ইসলামের ইতিহাস ও
সংস্কৃতি (১১০)
৬.ভাষা:উর্দু (৪০ )
সংস্কৃত (৫৬)
৭.আরবি (১১০),
৮.ইসলামের স্টাডিজ(১১০),
৯.নাট্যকলা (২৫),
১০.সংগীত (৩০)
১১.ফারসি ভাষা ও সাহিত্য (৪০)
১২ চিত্র কলা, প্রাচ্যকলা ও ছাপাচিত্র (৪৫)
১৩ মৃৎ শিল্প ও ভাস্কর্য(৩০
১৪ গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস(৪৫)

🎈A ইউনিট মানবন্টন:
বাংলা
ইংরেজি,
সাধারন জ্ঞান
মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে

B ইউনিট ব্যবসায় প্রশাসন
বিভাগ ও আসন

১ হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা (১১০),
২ ব্যবস্থাপনা (১০০),
৩ মাকের্টিং(১০০)
৪ ফাইনান্স(১০০),
৫ ব্যাংকিং ও ইন্সুরেন্স(৬০)
৬ IBA -50

বাণিজ্য শাখার জন্য....
▪ ইংরেজি ---
▪ হিসাব বিজ্ঞান --
▪ ব্যবসায় শিক্ষা
(ব্যবসায় সংগঠন ও
ব্যবস্থাপনা,ফাইন্যান্স,
ব্যাংকিং ও বীমা, উৎপাদন ও
বিপনন)
মোট ১০০ নম্বর MCQ পরিক্ষা হবে।

অবাণিজ্য শাখার জন্য:
বাংলা+
ইংরেজি+
+সাধারণজ্ঞান + সাধারন গনিত
মোট ১০০ নম্বর হবে।

C ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ)
বিভাগসমূহ (আসন সংখ্যা):
১.গনিত (১১০)
২.পদার্থ বিজ্ঞান (৯০)
৩.রসায়ন (১০০),
৪.পরিসংখ্যান (৯০),
৫.প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান (৫০),
৬.ফার্মেসী (৫০),
৭.পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলোপমেন্ট (৬০),
৮.ফলিত গণিত (৮০),
৯.শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (বিজ্ঞান-১৪ ও অবিজ্ঞান-১৬)
১০ ফলিত পদার্থ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (৫০),
১১ ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং(৭০)
১২ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (৪৬),
১৩ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(৪৬),
১৪ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড টেকনোলজি (৪০),
১৫ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং৩০

C ইউনিট: উত্তর দিতে হবে
-পদার্থ+রসায়ন+গনিত+ জীববিজ্ঞান (ঐচ্ছিক)

D ইউনিট (জীব ও ভু বিজ্ঞান অনুষদ + কৃষি অনুষদ):
১.উদ্ভিদ বিজ্ঞান(৮৮)
২.প্রাণিবিদ্যা(৮০)
৩.ভূগোল ও পরিবেশবিদ্যা(৭৬)
৪.চিকিৎসা মনোবিজ্ঞান (২৬)
৫.ভু তত্ব ও খনিবিদ্যা(৬০) ৬.জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (৪০)
৭. মনোবিজ্ঞান (৬৬)
৮.এগ্রোনোমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন (৫৬)
৯.ফিসারিজ (৫০)
১০.এনিম্যাল হাজবেন্ডরি এন্ড ভেটেনারি সায়েন্স(৫০)
১১.ক্রপ সায়েন্স এন্ড
টেকনোলজি( ৫৬)
🎈 D ইউনিটের উত্তর দিতে হবে
-: পদার্থ+রসায়ন+জীববিজ্ঞান

E ইউনিট ( সমাজিক বিজ্ঞান+আইন ও বিচার অনুষদ
১.অর্থনীতি(১১০)
২.রাষ্ট্র বিজ্ঞান (১১০)
৩.সমাজকর্ম (৯০)
৪.সমাজবিজ্ঞান(১০০)
৫.গণযোগাযোগ ও সাংবাদিকতা (৫০)
৬.ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (৬৬)
৭.লোকপ্রশাসন (৬০)
৮.নৃ-বিজ্ঞান (৫৬)
৯.ফোকলোর(৬৬)
১০.আন্তর্জাতিক সম্পর্ক( ৪০)
১১আইন বিভাগ (১১০)
১২। আইন ও ভূমি প্রশাসন (৫০)
১৩ ব্যবসা ও বানিজ্য আইন - ৫০
১৪ শিক্ষা ও গবেষণা (IER)- ৫০

E ইউনিট: উত্তর করতে হবে- বাংলা+ইংরেজি+সাধারনজ্ঞান

H2
H3
H4
3 columns
2 columns
1 column
Join the conversation now